• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের’ প্রতিবাদে বিএনপি কর্মসূচি দেবে

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ১০:০৬ পিএম

‘সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের’ প্রতিবাদে বিএনপি কর্মসূচি দেবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্টারনেটসহ সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সরকার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে এর প্রতিবাদে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রোববার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে এই প্রেস রিলিজ দেওয়া হয়।

মির্জা ফখরুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনগণের মৌলিক অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুন্ন রাখার আহ্বান জানানো হয়। এই বিষয়ে পরবর্তীতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেডআই/ডাকুয়া

আর্কাইভ