• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজিএপিএমইএ’র ১৬ পরিচালক নির্বাচিত

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৭:১৯ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজিএপিএমইএ’র ১৬ পরিচালক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) পরিচালনা পরিষদ নির্বাচনে (২০২১-২০২৩) ইতোমধ্যে ১৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সর্বমোট ২১ সদস্যের কমিটির মধ্যে বাকি ৫ জন প্রতিনিধি মনোনয়নের জন্য শেষ পর্যন্ত লড়তে হচ্ছে ১১ জন প্রার্থীকে।

বিজিএপিএমইএ’ সূত্রে জানা যায়, সংগঠনটির সংবিধান অনুযায়ী দুই বছর পর পর নির্বাচনের মাধ্যমে ২ বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের বিধান রয়েছে। তবে এতদিন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছিল। সরাসরি নির্বাচনের প্রয়োজন পড়েনি।

এ বছরও ঢাকায় ১৬ জন পরিচালক পদের বিপরীতে ৪২ জন প্রার্থী নমিনেশন ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে ক্রটিগত কারণে দু’টি ফরম বাতিল হয়। শেষ পর্যন্ত বাকি ৪০ জনের মধ্যে আলোচনার মাধ্যমে ১৬ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। আলোচনার ভিত্তিতে নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬ জন পরিচালক মনোনীত করতে সক্ষম হন।

ঢাকার এই ১৬ জন নির্বাচিত পরিচালক হলেন, বিসমিল্লাহ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মোজাহারুল হক শহিদ, আদজি ট্রিমসের শাহরিয়ার আহমেদ, টোয়াইস পলি ব্যাগ থ্রেড ইন্ডাস্ট্রিজের সালেহ আহমেদ বাবু, সেনজেন মেটাল লিমিটেডের ওমর ফারুক, ইউনিয়ন লেভেলের মো. মনিরুজ্জাম মোল্লা, সানস প্যাকেজিংয়ের একেএম মোস্তফা সেলিম, ক্লাসিক কার্টন লিমিটেডের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি, গোল্ডেন ক্রাউন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের হাসানুল করিম তমিজ, শিমুলিয়া ফ্যাশন ওয়্যারের খান নজরুল ইসলাম হান্নান, এসএনডি স্কয়ার ইন্টারন্যাশনালের মো. সাইফুল ইসলাম সবুজ, নিক্সন বক্স ইন্ড্রাস্ট্রিজের মো. সুলতানুল ইসলাম তারেক, সেলিনা অ্যাকসেসরিজ লিমিটেডের মো. রফিকুল ইসলাম চৌধুরী, আর এসএস থ্রেডের মো. আবদুন নুর, এজেড ট্রিম লিমিটেডের মো. আতিকুর রহমান, প্যারামাউন্ড অ্যাকসেসরিজ লিমিটেডের মনির উদ্দিন আহমেদ এবং হৃদয় রিফাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জহির উদ্দিন আলমগীর।

বর্তমানে বিজিএপিএমইএ’র সদস্য সংখ্যা ১ হাজার ৮০০ জন। শীর্ষ কর্মকর্তা নির্বাচনের মনোনয়পত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ ৮ নভেম্বর দুপুর পর্যন্ত। নির্বাচিত পরিচালকদের ভোটে শীর্ষ কর্মকর্তা নির্বাচিত হবে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিলের শেষ তারিখ ৯ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত।

আপিল বোর্ড কর্তৃক নির্বাচনী ফলাফলের আপত্তির ওপর শুনানি ও সিদ্ধান্ত প্রদান ১৩ নভেম্বর দুপুর ১২টায়। নির্বাচনী বোর্ড কর্তৃক ফলাফল প্রকাশ ১৪ নভেম্বর রোববার বিকাল ৪টায়। বিজিএপিএমইএ’র নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন মো. আবদুর রাজ্জাক। সদস্য হিসেবে আছেন এম. কাওছারুজ্জামান এবং মো. ইসমাইল চৌধুরী বাদল।

এই বিষয়ে বিজিএপিএমইএ’র বর্তমান কমিটির পরিচালক ও ইনডেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল শাহরিয়ার আহমেদ জানান, বিজিএপিএমইএ’র ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৫৫টি ফরম ক্রয় করেছেন। আমি আশা করি পিছিয়ে পড়া এক্সেসরিজ খাতকে এগিয়ে নেওয়ার জন্য যোগ্য এবং সৎ লোকদের নিয়ে বিজিএপিএমইএ’র পরিচালনা পরিষদের পরিচালক ও শীর্ষ কর্মকর্তা নির্বাচিত হবেন।

শাহরিয়ার আহমেদ বলেন, তৈরি পোশাক খাত যদি সরকারের বিভিন্ন সুবিধা পায়, আমরা পাব না কেন? আমরা চাই এই শিল্পটাকে সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে যথাযথভাবে তুলে ধরে এই খাতের বিকাশ করা। অ্যাক্সেসরিজ শুধু তৈরি পোশাক খাতের উন্নয়নে সহযোগিতা করে না। এটা দেশের ওষুধ, খাদ্য, চামড়া, আইটি শিল্পসহ আরও অনেক শিল্পকে সহযোগিতা করে আসছে। আমাদের এই খাত যত বিকশিত হবে অন্যান্য খাতও তত সুবিধা পাবে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাড়বে মান। কারণ পণ্যের পাশাপাশি প্যাকেজিংও গুরুত্বপূর্ণ। গ্রাহক আগে প্যাকেট দেখবে, তার পর পণ্য ক্রয় করবে। প্যাকেটের লুকটা ভালো হলে গ্রাহকের আকর্ষণ বাড়ে।

এস/ডাকুয়া

আর্কাইভ