• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নরওয়েতে তীর-ধনুক হামলায় নিহত ৫

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৮:২৬ এএম

নরওয়েতে তীর-ধনুক হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

নোবেলের দেশ খ্যাত নরওয়েতে অতর্কিত তীর-ধনুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। খবর বিবিসির।

হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে করেও টহল দিয়েছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, এই হামলায় কতজন নিহত আহত ও আহত হয়েছেন পুলিশ তা নির্দিষ্ট করে জানাতে পারেনি। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালান। সুপার মার্কেটের একজন মুখপাত্র জানান, ভয়াবহ এই ঘটনায় তাদের কোনও কর্মী হাতাহত হননি।

পুলিশ কর্মকর্তা ওয়েভিন্দ আস বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি একাই এই হামলা চালিয়েছেন।

সরকারের একজন মুখপাত্র বলেন, এই ঘটনা সন্ত্রাসী হামলা কি-না তা তদন্ত করে দেখবে পুলিশ।

কংসবার্গের মেয়র কারি অ্যানি স্যান্ড বলেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন এটি তাদের জন্য দুঃখজনক ঘটনা। আমার বলার কোনও ভাষা নেই।

এই হামলার ঘটনার পর নরওয়ের বিচারবিষয়ক মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, বিচারবিষয়ক মন্ত্রী মনিকা মায়েল্যান্ডকে ঘটনা জানানো হয়েছে এবং তিনি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিকে, ঘটনার পর নরওয়ের পুলিশ বিভাগ অতিরিক্ত সতর্কতা হিসেবে দেশব্যাপী সব কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র বহন করার নির্দেশ দিয়েছে। সাধারণত সে দেশের পুলিশ সশস্ত্র নয়।

জেডআই/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ