• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপহরণের পর ধানক্ষেত থেকে যুবক উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৭:৩১ এএম

অপহরণের পর ধানক্ষেত থেকে যুবক উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের চার ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেত থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মজিদুর রহমান পারভেজ (২২) তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা টায় সদর উপজেলার নং নোয়ান্নই ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী স্থান থেকে টি মোটরসাইকেলে জন এবং একটি সিএনজি তে জন অস্ত্রধারী যুবক নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুরের ফয়জল হকের ছেলে পারভেজকে অপহরণ করে নিয়ে যায়।

পরে স্থানীয়রা খবর পেয়ে পার্শ্ববর্তী নং দাদপুর ইউনিয়নের দামোদর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে ধানক্ষেত থেকে রাত ১১ টায় হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে।

নোয়ান্নই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ জানান, পারভেজকে কয়েকজন অস্ত্রধারী যুবক অপহরণ করে দামোদর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ধান ক্ষেতে হাত-পা বেঁধে ফেলে রাখে। কারা অপহরণ করেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, অপহরণের ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।  অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

ইফাত

 

আর্কাইভ