 
              প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০২:০০ এএম
 
                 
                            
              হৃদরোগে
আক্রান্ত হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায়
হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর তাকে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট
অব মেডিকেল সায়েন্সেস’ (এমস)-এ ভর্তি করানো
হয়।
এমস সুত্রে জানা যায়, হাসপাতালের হৃদরোগ বিভাগে (কার্ডিওলজি ওয়ার্ড) রাখা হয়েছে তাকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ ছাড়া জ্বর এবং দুর্বলতা জনিত সমস্যাও রয়েছে তার।
এর আগে ২০২০ সালের মে মাসেও বুকে ব্যথা নিয়ে এমস-এ ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর চলতি বছরের এপ্রিলে করোনা সংক্রমণের কারণে এমসে ভর্তি করানো হয়েছিল মনমোহনকে।
১৯৯০ এবং ২০০৯ সালে দু’বার হার্ট-বাইপাস সার্জারি হয়েছে দু’দফায় ১০ বছর পদে থাকা ৮৯ বছরের এই কংগ্রেস নেতার। এছাড়া ডায়াবিটিসের সমস্যাও রয়েছে তার।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্যই এমসে ভর্তি করানো হয়েছে তাকে। আইসিসির যোগাযোগ সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক প্রণব ঝা টুইটারে লিখেছেন, ‘মনমোহন সিংহের শারীরিক অবস্থা স্থিতিশীল।’ এছাড়া সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে কোনও গুজবে কান না দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।
ইফাত
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      