• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোর শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনা টিকা দেওয়া হবে কাল

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১২:০১ এএম

কিশোর শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনা টিকা দেওয়া হবে কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে টিকা প্রদান। আর এর পরিধি আরও বাড়াতে পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া হবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কার্যক্রমের উদ্বোধন করবেন।

বুধবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ’মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এসব শিশু শিক্ষার্থীদের টিকা প্রয়োগ করা হবে। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ এবং সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া বে।

এর আগে আজ দুপুরে ভার্চুয়াল লাইভে এসে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ’স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জ থেকে কার্যক্রম শুরু হচ্ছে। টেস্ট রান হিসেবে কাল ২টি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন, শিশুদের টিকা দিতে হবে। সে লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা টিকা কার্যক্রম শুরু করব। আর এটি হবে আমাদের একটিটেস্ট রান

তিনি আরও বলেন, ’এবারের টেস্ট রানের জায়গাটা বেছে নেওয়া হয়েছে মানিকগঞ্জকে। এটি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর এলাকা। সেখান থেকে আমরা এটা শুরু করছি।

 

ইফাত

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ