• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গলার কালো দাগ তুলতে যা করবেন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৫:৩৩ পিএম

গলার কালো দাগ তুলতে যা করবেন

সিটি নিউজ ডেস্ক

গলায় ঘাড়ের কালো দাগ তুলতে হলে ৪টি বড় এলাচ, -৬টি দারুচিনি, ১০-১২টি কিশমিশ, -৫টি চিনা বাদাম রাতভর ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সবগুলো একসঙ্গে মিহি করে বেটে নিয়ে একটা কৌটা ভরে ফ্রিজে রেখে দিন। অবস্থায় সাত দিন পর্যন্ত এটি অবিকৃত থাকবে।


প্রতিদিন একটু করে ওই বাটা বের করে বাড়িতে পাতা দই, মধু গুঁড়ো চিনি মিশিয়ে প্যাকের মতো মুখে, গলায় ঘাড়ে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। রোদে পুড়ে মলিন হওয়া চামড়া এবং স্বাভাবিক কালো ত্বকের পক্ষে এই প্যাকটি খুবই কার্যকর।

তারিক/এম. জামান

আর্কাইভ