• ঢাকা সোমবার
    ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

নিজেকে ইউটিউবমুখী করছেন আঁখি আলমগীর

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ১০:০৯ এএম

নিজেকে ইউটিউবমুখী করছেন আঁখি আলমগীর

বিনোদন প্রতিবেদক

বর্তমান সময়ে সব কিছুই ভার্চুয়ালমুখী। বিশেষ করে বিনোদন জগতের তারকারা। এ ক্ষেত্রে  পিছিয়ে থাকতে রাজি নন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তাই ইউটিউবে সক্রিয় হচ্ছেন তিনি। অবশ্য আগে থেকেই তার একটি চ্যানেলও রয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলের জন্যও কনটেন্ট তৈরি করছেন এই সঙ্গীতশিল্পী। এরই মধ্যে একটি গান তৈরি করেছেন। এটি শিগগিরই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এ অনুষ্ঠান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, আমার চ্যানেলটির বয়স কম। শ্রোতা-দর্শকের কাছ থেকে নিত্যনতুন গানের আহ্বান পাচ্ছি। সে কারণেই নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করছি, শ্রোতারা আমার সঙ্গেই থাকবেন। অন্যদিকে কয়েকটি নতুন একক গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে ফোক স্টেশননামের একটি অনুষ্ঠানে প্রথমবার আইসে দামানশিরোনামের ফোক গান গেয়েছেন। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পেয়েছেন তিনি। সামনে কয়েকটি একক গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আঁখি আলমগীর। 

এ দিকে আঁখি আলমগীর মখমলনামে একটি ফ্যাশন হাউজ খুলেছেন। মূলত তার নিজের ডিজাইন করা শাড়ি নিয়েই অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউজ এটি। ইতোমধ্যে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেককেই আঁখি আলমগীরের ডিজাইন করা শাড়িতে দেখা গেছে।

জেডআই/এম. জামান

আর্কাইভ