• ঢাকা বুধবার
    ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়াকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে’

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০২:৩৭ পিএম

‘খালেদা জিয়াকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়াকে বাঁচাতে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘চিকিৎসকেরা বলছেন, তাকে বিদেশ নিতে হবে। দেশে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। মাল্টি চিকিৎসা এখানে নেই। দেশের বাইরে নিতে হবে। কিন্তু সরকার তাকে যেতে দিচ্ছে না।

বুধবার (১৩ অক্টোবর) বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কয়েকদিন ধরে অল্প অল্প জ্বর আসছিল বেগম খালেদা জিয়ার। মঙ্গলবার (১২ অক্টোবর) তাকে হাসপাতালে নিতে হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে দেখেছেন। জেলের তিন বছরে তার কোনো এক্সামিন, টেস্ট হয়নি। এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয়নি। তার যে রোগ আছে, তা এখানে নির্ণয় করা সম্ভব নয়। যেখানে সব ধরনের রোগের চিকিৎসা একসঙ্গে দেওয়া হয়, সেখানে নিয়ে চিকিৎসা দিতে হবে। বাংলাদেশে তা সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়াকে তার প্রাপ্য জামিন দেন। উনি তো দয়া চাচ্ছেন না। তার পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন, আমাদের এই বিচার ব্যবস্থা।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

নূর/এম. জামান

আর্কাইভ