• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘যত ঝুঁকি আসুক, উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে’

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০২:০৭ পিএম

‘যত ঝুঁকি আসুক, উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের আদর্শ দেশ। এই মর্যাদা যেন ধরে রাখতে পারি। আমরা মনে করি, এই দেশ আমাদের। যত ঝুঁকি আসুক, উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সিপিপির ৫০ বছর পূর্তি এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে  অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিপিপির চারটি ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভৌগোলিক অবস্থানের জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। দুর্যোগের ঝুঁকি এড়াতে সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ‘আগুন লাগলে, ভূমিকম্প হলে যাতে উদ্ধার কাজসহ অন্যান্য কাজগুলো করা যায়। দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকার সব ব্যবস্থা নিয়েছেঅন্য কোনো সরকার এগুলোর দিকে নজর দেয়নি। যতটুকু উদ্যোগ আমরা নিয়েছি, এগুলো জাতির পিতাই শিখিয়ে গেছেন।

নূর/এম. জামান

আর্কাইভ