• ঢাকা বৃহস্পতিবার
    ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপি কেন ঘোমটা পরে ইউপি নির্বাচনে আসছে, প্রশ্ন কাদেরের

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৭:৪২ এএম

বিএনপি কেন ঘোমটা পরে ইউপি নির্বাচনে আসছে, প্রশ্ন কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঘোমটা পরে কেন ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিয়েছে। তাদের নীতি রাষ্ট্রঘাতী। জনগণের রায় তারা মানতে চায় না। আওয়ামী লীগ সরকার জনগণের যেকোনো রায় মেনে নেয়।

বুধবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা লেন প্রকল্পের অগ্রগতি দেখতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির নীতি একটি আত্মঘাতী নীতি, যা কর্মী, সমর্থক ভোটারদের সঙ্গে প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। হঠকারিতার মাসুল তারা এখন দিচ্ছে, ভবিষ্যতেও দিতে হবে।

তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে না। এমন কারও অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশোধন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘ব্যালটের মাধ্যমেই জনগণ নেতৃত্ব নির্বাচন করবে। জনরায় যা- আসুক, তা মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনার আছে। কিন্তু নিজেদের আকাশচুম্বী জনপ্রিয়তার দিবাস্বপ্ন যারা দেখেন, তারা কেন নির্বাচনকে ভয় পান? কেন নির্বাচনের দিন দুপুরে ভোটকেন্দ্র থেকে পালিয়ে যান? পলায়নপরতার রাজনীতি যারা করেন মুখোশের আড়ালে তারাই গণতন্ত্রের শত্রু। তারাই ভোটার ভোটাধিকারের শত্রু, উন্নয়নের শত্রু।

নূর/ডাকুয়া

আর্কাইভ