• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাঅষ্টমী আজ, সাড়ম্বরে চলছে দেবী বন্দনা

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ১১:৩১ এএম

মহাঅষ্টমী আজ, সাড়ম্বরে চলছে দেবী বন্দনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ, সাড়ম্বরে চলছে দেবী বন্দনা। ঢাকের বাদ্য আর উলুধ্বনি-শঙ্খের আওয়াজে মুখরিত পূজামণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ বুধবার (১৩ অক্টোবর)। উৎসবের জোয়ার বইছে চারদিকে।

অষ্টমী অন্যতম আনুষ্ঠানিকতা কুমারী পূজা। যদিও করোনা পরিস্থিতির কারণে এবারও ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশনসহ রাজধানীর কোনো মন্দিরেই কুমারী পূজার আয়োজন করা হয়নি।

মহাঅষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধি পূজা শুরু হবে এবং শেষ হবে রাত ১২টা ৪২ মিনিটে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এদিকে মহাসমারোহে মঙ্গলবার উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। সোমবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে ১৫ অক্টোবর শেষ হবে দুর্গোৎসব।

হিন্দু ধর্মমতে, এবার দেবী এসেছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় চড়ে। এ বছর সারা দেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা।

টিআর/ডাকুয়া

আর্কাইভ