• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের সহজ জয়

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৩:৪৯ এএম

রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের সহজ জয়

ক্রীড়া ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইয়ে লুক্সেমবার্গের বিপক্ষে সহজ জয় পেয়েছে পর্তুগাল। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ইউরো অঞ্চলের ‘এ’ গ্রুপের খেলায় লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগাল ৫-০ গোলে জয় পেয়েছে। এ জয়ের ফলে রোনালদোরা গ্রুপে দ্বিতীয় স্থানেই থাকল।

ইউরো অঞ্চলে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলে নেতৃত্বে দিচ্ছে সার্বিয়া। এ দলটির সংগ্রহে রয়েছে ১৭ পয়েন্ট। অন্যদিকে পর্তুগালের সংগ্রহ ১৬। মঙ্গলবার রাতে সার্বিয়া নিজেদের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে।

পর্তুগালের সামনে অবশ্য সার্বিয়াকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। কেননা সার্বিয়ার চেয়ে তারা একটা ম্যাচ কম খেলেছে। সার্বিয়া খেলেছে সাতটি ম্যাচ। অন্যদিকে পর্তুগালের খেলা ম্যাচের সংখ্যা ছয়।

আন্তর্জাতিক ম্যাচে রোনালদোর দশম হ্যাটট্রিকের সুবাদে পর্তুগালকে জয় নিয়ে মোটেও ভাবতে হয়নি। বরং মাত্র ১৭ মিনিটের মধ্যে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল পর্তুগাল। এ সময়ের মধ্যে তিনবার লুক্সেমবার্গের বিপক্ষে বল ফেলেছিল তারা। এর মধ্যে দুই গোল করেন রোনালদো। দুটোই পেনাল্টিতে। প্রথমটি অষ্টম মিনিটে। রোনালদো পেনাল্টিতে দ্বিতীয় গোলটি করেন ত্রয়োদশ মিনিটে। আর ১৭ মিনিটের সময় নিজ দেশের সমর্থকদের তৃতীয়বারের মতো গোল উৎসবে মেতে ওঠার সুযোগ করে দেন ব্রুনো ফার্নান্দেজ।

রোনালদো তার হ্যাটট্রিক করেন খেলার ৮৭ মিনিটের সময়। রুবেন নেভেসের কাছ থেকে পাওয়া বলে হেডে এ গোলটি করেন তিনি। এটি ছিল আন্তর্জাতিক ম্যাচে তার দশম হ্যাটট্রিক। আর গত দুই বছরের মধ্যে প্রথম।

বিশ্বকাপ বাছাইয়ে এ মাসে পুর্তগালের আর খেলা নেই। নভেম্বরে তারা নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে। একটি তারা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে। অন্য ম্যাচে সার্বিয়া তাদের প্রতিপক্ষ। ‘এ’ গ্রুপ থেকে কোন দলটি সরাসরি কাতার বিশ্বকাপের টিকেট পাবে মূলত পর্তুগালের শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে।

 

শামীম/ডাকুয়া

 

 

আর্কাইভ