• ঢাকা মঙ্গলবার
    ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : দূর্জয়

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৮:১৬ পিএম

নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : দূর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয় বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তাদের অতীত ও বর্তমান সকল কাজকর্মের ওপর ভিত্তি করে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হবে। কেন্দ্র থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে দলের বৃহত্তর স্বার্থে এসব প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা পরিষদ চত্বরে তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনায় এসব কথা বলেন তিনি।

সাংসদ দুর্জয় বলেন, ‘সকল নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সবাই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করতে পারছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেশে অবাধে ধর্মা পালন করতে পারছে।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের বাসভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন ও উপজেলার ৪৫টি মন্দিরের প্রতিনিধিদেরকে ব্যক্তিগতভাবে ৫ হাজার করে টাকা বিতরণ করেন সাংসদ নাঈমুর রহমান দূর্জয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান প্রমুখ।

সংবর্ধনা শেষে, মানিকগঞ্জের ঘিওরে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে চাল ও নগদ অর্থ দেন তিনি। ঘিওর উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ৭১টি মন্দির কর্তৃপক্ষকে জিআর প্রকল্পের সাড়ে ৩৫ মে. টন চালের ডিও এবং তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার আইচ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

এস/এম. জামান

আর্কাইভ