• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কানের সমস্যায় করণীয়

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০১:৩৩ পিএম

কানের সমস্যায় করণীয়

সিটি নিউজ ডেস্ক

কান দিয়ে অনেকেরই পানি, পুঁজ পড়ে থাকে কিংবা কানপাকা রোগ হয়ে থাকে। এতে করে পোহাতে হয় নানারকম দুর্ভোগ এবং অস্থিরতা।

কানপাকা রোগের কারণ : বাংলাদেশের মতো অন্য উন্নয়নশীল দেশগুলোতেও রোগটি হয়ে থাকে। তার কারণ- দারিদ্র্য, অপুষ্টি, স্বাস্থ্য সচেতনতার অভাব, স্বাস্থ্য শিক্ষার অভাব ইত্যাদি।

কানপাকা রোগের লক্ষণ : কান দিয়ে পানি/পুঁজ পড়া। কানে তুলনামূলক কম শোনা। মাথা ঘোরানো। কানে শোঁ শোঁ, ভোঁ ভোঁ আওয়াজ করা ইত্যাদি।

কান পাকা রোগ কাদের বেশি হয় : রোগটি যেকোনো বয়সেই হতে পারে এবং নারী-পুরুষ উভয়ই আক্রান্ত হতে পারে। তবে শহরবাসীর তুলনায় গ্রামের মানুষের রোগটি বেশি হয়। অনেক সময় দেখা যায় গ্রামের মানুষের ক্ষেত্রে কানে কম শোনার রোগটি একটি প্রধান কারণ। কান দিয়ে পানি/পুঁজ পড়া রোগটি সাধারণত শৈশবেই শুরু হয়। আর তাই কম বয়সের ছেলেমেয়েদের মাঝেই এই রোগ বেশি দেখা যায়।

তারিক/এম. জামান

আর্কাইভ