• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ প্রস্ততি : বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৫:৫৫ এএম

বিশ্বকাপ প্রস্ততি : বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

ক্রীড়া ডেস্ক

দুয়ারে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরইমধ্যে বিশ্বকাপের দেশ ওমানে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। সেখানে ওমান দলের বিপক্ষে একটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। এবার অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে লাল সবুজ দল।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত দুইটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (১২ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে লঙ্কান সিংহদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলতে রোববার রাতে আবুধাবিতে পৌঁছায় বাংলাদেশ দল। সোমবার ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত অনুশীলন করবে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

ওমানে থাকতে একটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ওমান '' দল। দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাসের জোড়া হাফ-সেঞ্চুরির সাথে উইকেটরক্ষক নুরুল হাসানের ঝড়ো ব্যাটিংএ ওমান '' দলকে ৬০ রানে হারিয়েছিল বাংলাদেশ। তাই জয়ের স্বাদ নিয়েই টাইগাররা এবার অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

এদিকে বাংলাদেশের মত জয় তকমা গায়ে আছে শ্রীলঙ্কারও। সদ্যই ওমান জাতীয় দলের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে লঙ্কানরা। প্রথম ম্যাচ ১৯ রানে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জিতে শ্রীলঙ্কা। এতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতলো লঙ্কারা।

আগামী ১৪ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

বাংলাদেশের বিশ্বকাপ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

জেডআই/


আর্কাইভ