• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৫:৩০ পিএম

নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

স্বপ্নের ভেলায় চড়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মালদ্বীপ গেছে বাংলাদেশ। পাঁচ দলের প্রতিযোগিতায় তিন ম্যাচ শেষে চতুর্থ স্থানে তারা। রোববার (১০ অক্টোবর) ভারত নেপালকে হারানোয় ফাইনালে খেলার স্বপ্নটা উজ্জ্বল হয়েছে। ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে একটাই পথ খোলা। আগামী ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে জিততেই হবে।

২০০৫ সালের পর সাফের ফাইনাল হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। লাল সবুজের দলের সামনে এবার নেপাল, তাদের হারাতেই পারলেই ১৬ বছর পর ফাইনালে পা রাখবেন জামাল-তপুরা।

বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ট্রফির লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ অস্কার ব্রুজোনের শিষ্যদের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই।

এবারের সাফে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর ভারতের বিপক্ষে ১ পয়েন্ট আদায়। তবে পরের ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখতে হয়েছে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে বাংলাদেশ। আর শেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তাদের হারাতে পারলেই নিশ্চিত ফাইনাল। আর নিজেরা হেরে গেলে বেজে যাবে বিদায় ঘণ্টা।

এছাড়া ভারত-মালদ্বীপ ম্যাচে জয়ী দলের সামনে ফাইনালে ওঠার সুযোগ থাকছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মালদ্বীপ আর সমান ম্যাচে ভারতের পয়েন্ট ৫।

ফাইনালে উঠতে বাংলাদেশ ও ভারতের সামনে জয়ের বিকল্প কিছু নেই। তবে মালদ্বীপ আর নেপাল ড্র করলেই উঠে যাবে ফাইনালে। সেক্ষেত্রে শক্ত রক্ষণের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশ ও ভারতকে।

সবশেষ ত্রিদেশীয় সিরিজে নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে পরিসংখ্যান কথা বলছে জামালদের হয়েই। এখন পর্যন্ত ২২ বারের দেখায় জয় ১৩টি। আর বাকি ৯ ম্যাচের মধ্যে ৭টিতে ড্র, ২টিতে হার।

তবে সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ তিনবারের মুখোমুখি দেখায় সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে প্রতিশোধ নেওয়ার পালা।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ