• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছেলের গোল দেখেই মারা গেলেন ক্যানসার আক্রান্ত বাবা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১১:২৫ এএম

ছেলের গোল দেখেই মারা গেলেন ক্যানসার আক্রান্ত বাবা

ক্রীড়া ডেস্ক

ছেলে মাঠে ফুটবল খেলছে আর বাবা হাসপাতালে শয্যাশায়ী। ছেলে গোল করেছে। কিন্তু সে আনন্দে আর উচ্ছ্বসিত হয়ে ওঠা হয়নি বাবার। ক্যানসারে আক্রান্ত বাবা গোল দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমনই হৃদয়বিদারক বাস্তবতাকে মেনে নিতে হয়েছে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আককে। নেদারল্যান্ডসের জাতীয় দলের খেলোয়াড়ও তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোল উৎসবে মাতে ম্যানচেস্টার সিটি। আরবি লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে তারা। এদিন ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোলটি করেছিলেন আকে। তার ওই কীর্তি দেখেছিলেন ক্যানসারে আক্রান্ত বাবা ময়েজ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন সিটি তারকা আকে।

সদ্য প্রয়াত বাবাকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে আকে লিখেছেন, ‘আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। সবসময় আমার হৃদয়ে থাকবেন। এই গোলটা আপনার জন্য, বাবা।’

ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে আকে লিখেছেন, ‘এ ম্যাচে কিছু কঠিন সময়ের পর আমি চ্যাম্পিয়ন্স লিগে গোল করলাম। আর এর কয়েক মিনিট পরই বাবা মারা গেছেন। তখন আমার মা ও ভাই পাশে ছিল। আমার মনে হয় এটাই অর্থবহ, আমাকে খেলতে দেখলে সবসময় বাবা আনন্দিত হতো আর গর্ব অনুভব করত। গত কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন। আমার বাবা খুব অসুস্থ ছিলেন আর কোনো চিকিৎসাও সম্ভব ছিল না। আমি খুব ভাগ্যবান যে আমার বাগদত্তা, পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছি।’

গত বছরের আগস্টে ৪১ মিলিয়ন ইউরোতে ডিফেন্ডার নাথান আককে বোর্নমাউথ থেকে কিনে নেয় ম্যানসিটি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলে ২ গোল করেছেন আকে।

শামীম/এএমকে

আর্কাইভ