• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় বেড়েই চলছে মৃত্যু সংখ্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:৩৩ এএম

করোনায় বেড়েই চলছে মৃত্যু সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

কিছুতেই থামছে না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। বিপর্যস্ত জনজীবন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ৯ হাজার ১৭০ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন।

এতে করে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ লাখ ৮৩ হাজার ৩৫৬ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২২ কোটি ৭৮ লাখ ৮৭০ জন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। 
বিশ্বে এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ১৪২ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৭১ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৫৪ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ৪৮৬ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩১৮ জন এবং শনাক্ত হয়েছেন ৩৪ হাজার ৬৪৯ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্ত ৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫২২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৪ হাজার ২৭৮ জন।

অন্যদিকে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩৭ জন এবং শনাক্ত হয়েছেন  ৩৪ হাজার ৪০৭ জন। সেখানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৬৯ হাজার ১৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮৯ হাজার ২৭৭ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন  ৮৯৭ জন এবং শনাক্ত হয়েছেন ১৩ হাজার ২১৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৩৫ লাখ ৪২ হাজার ১৮৯ জন এবং মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৯১২ জন।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৮৯৪ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৪ হাজার ৮০৫ জন, ইতালিতে এক লাখ ৩০ হাজার ১৬৭ জন, তুরস্কে ৬০ হাজার ৯৩০ জন, স্পেনে ৮৫ হাজার ৭৩৯ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৪৫৪ জন, রাশিয়াতে এক লাখ ৯৫ হাজার ৮৩৫ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

ইফাত

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ