• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীন ১০০ কোটি মানুষকে টিকা দিয়েছে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৯:৪৯ পিএম

চীন ১০০ কোটি মানুষকে টিকা দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

চীনের ১০০ কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। এর ফলে দেশটির মোট জনসংখ্যার ৭১ শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং এক সংবাদ সম্মেলনে টিকা দেওয়ার বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন। যদিও টিকা দেওয়ার টার্গেট কত তা প্রকাশ করেনি দেশটির সরকার। চীনের একজন শীর্ষ ভাইরোলজিস্ট ঝং আনশান বলেন, ‘গত মাসে চীন ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে বছর শেষে।’

টিকা দেওয়ার এ জরুরি পদক্ষেপ নেওয়া হয় যখন দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয় অন্তত ২০০ মানুষ। এ সময় করোনা মহামারি শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে মাঠে নামে দেশটি এবং কিছুদিন পরই ডেল্টা নিয়ন্ত্রণে বলে ঘোষণা দেয় তারা।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, চীনের বর্তমান জনসংখ্যা ১৪৪ কোটি ৬০ লাখ ২৪ হাজার ২০৭ জন। বৃহস্পতিবারও চীনে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ