• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বার্গারে মানুষের কাটা আঙুল!

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৯:৩৭ পিএম

বার্গারে মানুষের কাটা আঙুল!

আন্তর্জাতিক ডেস্ক

একটি জনপ্রিয় বার্গারের দোকান থেকে বার্গার কিনে নাজুক অবস্থায় পড়েছেন বলিভিয়ার এক নারী। বার্গারের ভেতর পেয়েছেন মানুষের কাটা আঙুল! পচাগলা আঙুল।

বলিভিয়ার একটি জনপ্রিয় বার্গারের দোকান থেকে গত রোববার (১২ সেপ্টেম্বর) বার্গার অর্ডার করেছিলেন স্টেফানি। কিন্তু সেই বার্গারের মোড়ক খুলে কামড় বসাতে গিয়েই তিনি দেখলেন, এর মধ্যে রয়েছে মানুষের কাটা আঙুল! ফেসবুকে ছবি দিয়ে এই ঘটনার বিস্তারিত জানান তিনি।

ফেসবুকে ছবি পোস্ট করার পর একটি ভিডিও পোস্ট করেন স্টেফানি। এতে দেখা যায়, তিনি দোকানদারকে বার্গারের মধ্যে কাটা পচাগলা আঙুল পাওয়ার বিষয়টি জানাচ্ছেন। চেঁচামেচি হচ্ছে। দোকানের কর্মী বলছেন, ‘আপনাকে কী ক্ষতিপূরণ দিতে হবে বলুন! আমরা দিতে রাজি আছি।

দোকানের কর্মী তাকে বলেন, তাদের এই দোকানে বাইরে থেকে তৈরি বার্গার আসে। প্যাকেট করা থাকে সব। তাদের কিছু করার নেই।

এখন পর্যন্ত ৬০ হাজারে বেশি মানুষ ওই ভিডিও দেখেছেন। ছবিতে স্পষ্ট দেখা যায়, বার্গারে একটি কামড় বসানোর পর প্লেটে পড়ে আছে একটি কাটা আঙুল। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও দোকানের কর্মীরা শোনেননি বলেও জানিয়েছেন স্টেফানি। তারা বাকি ক্রেতাদের খাবার পরিবেশনে ব্যস্ত থাকেন।

পরে এই ঘটনা ভাইরাল হতেই বার্গার প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘ঘটনাটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী! আমাদের এক কর্মীর একটি আঙুল কাটা পড়েছিল বার্গার তৈরির সময়। এটি সেই কারণেই ঘটেছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ওই কোম্পানির সব দোকান বন্ধ এবং জরিমানাও করেছে।

শামীম/এম. জামান

আর্কাইভ