• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জায়েদ খানের মুখে মিষ্টি তুলে দিলেন মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৫:১৭ পিএম

জায়েদ খানের মুখে মিষ্টি তুলে দিলেন মৌসুমী

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ওমর সানী-মৌসুমীর সঙ্গে জায়েদ খানের কিছুটা মনোমালিন্য হয়েছিল। তবে একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আপাতত বিষয়টি মিটমাট করে ফেলেছেন তিন অভিনয়শিল্পী।

বুধবার (১৫ সেপ্টেম্বর) একটি সিনেমার শুটিংকে কেন্দ্র করে জায়েদ খানের মুখে মিষ্টি তুলে দিলেন নন্দিত অভিনেত্রী মৌসুমী। জায়েদ খানও মৌসুমী-ওমর সানীকে মিষ্টি খাইয়েছেন।

মিষ্টি খাওয়ার মূল ঘটনা ্যাখ্যা করে জায়েদ খান জানান, ‘সোনার চরসিনেমার শুটিং শুরু হয়েছে। মিষ্টিমুখ করে সিনেমাটির শুটিং শুরু হয়।

তিনি বলেন, ‘শিল্পীদের স্বার্থ এক কথা, পর্দায় সামনে দাঁড়ানো আরেক কথা। আমাদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু হয়েছে, সেটা অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তারা আমার সিনিয়র, তাদের আমি সব সময় সম্মান করি।

তারা অভিভাবক হিসেবে আমার মতো জুনিয়রকে দুই কথা বলতেই পারেন। সেটা তখনই শেষ। এখন কীভাবে সিনেমাটি ভালো করা যায়, সেই চেষ্টায় আছি। দেড় বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়। এখন আমাদের ভালো সিনেমা দরকার।

জাহিদ হাসান পরিচালিত সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন তারা। বুধবার থেকে হোতাপাড়ায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে বলে জানান নির্মাতা। সিনেমা দিয়ে প্রায় দুই বছর পরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জায়েদ খান। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

শৈশবে ওমর সানী-মৌসুমী জুটির একাধিক সিনেমা দেখেছেন জায়েদ খান। সেই থেকেই ইচ্ছা, একদিন তাদের সঙ্গেও পর্দা ভাগাভাগি করবেন। জায়েদের সেই ইচ্ছা পূরণ হয়েছে। তিনি বলেন, ‘সানী ভাই মৌসুমী আপার অভিনয় আমার সব সময়ই ভালো লাগে। যে কারণে তাদের সঙ্গে পর্দা শেয়ার করার ইচ্ছে ছিল। আশা করছি, আমাদের সবার অংশগ্রহণে ভালো একটি সিনেমা হবে।

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন সিনেমায় একজন নবাগত নায়িকাকে দেখা যাবে।

সিনেমা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমরা আগামী ৩০ তারিখ পর্যন্ত শুটিং করব। এতে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে নায়িকার বোনের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণ পটুয়াখালীর সোনার চরে করার ইচ্ছে আছে।

মাতৃত্বসিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন জাহিদ হাসান। এরপরলীলামন্থনসিনেমার কাজ শেষ করেন। যদিও নানা জটিলতায় এখনও সিনেমাটি আলোর মুখ দেখেনি।

জেডআই/এম. জামান

আর্কাইভ