• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:৪৩ এএম

শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগেও জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানকে - গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। শুধুমাত্র ফিনিশিংয়ের ব্যর্থতায় কাঙ্ক্ষিত জয় পায়নি ইতালিয়ান পরাশক্তি মিলান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ইন্টার মিলান। শুরু থেকে দুই দলই দারুণ খেলতে থাকে। কিন্তু কোনোভাবেই গোল হচ্ছিল না।

একপর্যায়ে মনে হচ্ছিল সম্ভবত গোলশূন্য ড্র-তে ম্যাচটি শেষ হবে।

তবে সেই শঙ্কা দূর করে দিলেন রিয়ালের দুই তরুণ। ক্লাবে সদ্যই নতুন আসা ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার সহায়তায় জয়সূচক গোলটি করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

যদিও ম্যাচের প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করেছে ইন্টার মিলান। সেই ধারাবাহিকতা দ্বিতীয় ভাগেও কিছুটা সময় ধরে রাখতে পারে তারা।

খেলার শুরু থেকেই ইন্টারের আক্রমণে কোণঠাসা ছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য বিস্তার করে রিয়াল।

খেলার ৮৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন রদ্রিগো। সতীর্থের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কামাভিঙ্গা আলতো ভলিতে ডান পাশে বাড়ান রদ্রিগোকে। বদলি নামা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও আরেক ভলিতে দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসান।

জেডআই/এএমকে

আর্কাইভ