• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দাবা লিগে শিরোপা জয়ের পথে বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১১:৫৯ পিএম

দাবা লিগে শিরোপা জয়ের পথে বাংলাদেশ নৌবাহিনী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত মহিলা দাবা লিগের সপ্তম রাউন্ড শেষে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।  সাত রাউন্ডেই জয়ী হয়ে পূর্ণ ১৪ পয়েন্ট অর্জন করেছে তারা।  ১১ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ পুলিশ। আর ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে তিতাস ক্লাব ও শাহিন চেস ক্লাব। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে শিরোপা জয়ের পথে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৩.৫-০.৫ গেম পয়েন্টে  হারায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে ।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও কাজী জারিন তাসনিম অংশ গ্রহন করেন। বিপরীতে   উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের হয়ে অংশগ্রহন করেন  ফেরদৌসী আজমিরা, মুশফিকা জান্নাত সাওরী ও ইশরাত জাহান নিশি। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদের সঙ্গে ড্র করেন। 

অপরদিকে, বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে  পরাজিত করে তিতাস ক্লাবকে।

বাংলাদেশ পুলিশের হয়ে খেলেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। আর তিতাস ক্লাবের মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী ও উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার অংশগ্রহন করেন।  তিতাস ক্লাবের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিনকে পরাজিত করলেও সবশেষ জয়ের পয়েন্ট যুক্ত হয় বাংলাদেশ পুলিশের নামের সাথে।  

শিরোপা লড়াইয়ের অষ্টম রাউন্ডের খেলা আগামীকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। 

ইফাত

আর্কাইভ