• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ড. গোলাম মাওলা আর নেই

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৮:০৪ পিএম

কুবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ড. গোলাম মাওলা আর নেই

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. গোলাম মাওলা (৭০) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের হিসাব ও অর্থ দফতরের উপ-পরিচালক মো. নাছির উদ্দিন। তিনি জানান, জানাজা শেষে রাত সাড়ে ৮টায় বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

প্রফেসর ড. গোলাম মাওলা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার নারায়ণপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে তার এক মেয়ে রয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ