• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে নিষিদ্ধ হলো ৮ পত্রিকার প্রকাশনা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৭:৫৭ পিএম

রংপুরে নিষিদ্ধ হলো ৮ পত্রিকার প্রকাশনা

রংপুর ব্যুরো

ছাপাখানা ও প্রকাশনা আইন অনুসারে রংপুরের ৮টি পত্রিকা তিন মাস ও তার অধিক সময় ধরে প্রকাশিত না হওয়ায় পত্রিকার মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে।

পত্রিকাগুলো হলো- দৈনিক গণআলো, দৈনিক বাহের সংবাদ, দৈনিক রংপুর চিত্র, দৈনিক নতুন স্বপ্ন, সাপ্তাহিক উত্তরের হালচাল, সাপ্তাহিক তুফান, সাপ্তাহিক সমর্থন ও সাপ্তাহিক কাউনিয়া। দীর্ঘদিন ধরে প্রকাশনা অব্যাহত না থাকায় আইন অনুযায়ী এসব পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

রংপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়,বাতিল ৮টি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পত্রিকার প্রকাশনা অব্যাহত না রাখার কারণ জানাতে ব্যর্থ হয়েছে। এ কারণে আইনের ৯ ধারার (৩-ক) উপ-ধারার বিধান মোতাবেক ৮টি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করে পরবর্তী মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আসিব আহসান বলেন,পত্রিকাগুলো নিয়মিত প্রকাশিত হতো না। এর কারণ দর্শাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস করা হয়। দৈনিক গণআলো ও দৈনিক নতুন স্বপ্নসহ চারটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশকের জবাব সন্তোষজনক হয়নি। এছাড়া দৈনিক বাহের সংবাদ ও দৈনিক রংপুর চিত্রের প্রকাশকদের কাছ থেকে কোনো জবাব মেলেনি। এ কারণে আইন অনুযায়ী ৮টি পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ করা হয়।

সবুজ/ডাকুয়া

আর্কাইভ