• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৭:৩৭ পিএম

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনা দুটি একই সময়ে পৃথক দুই স্থানে সংঘটিত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৫) আটঘরিয়া এলাকার মৃত বুধু মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৬)

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নদীর কিনারায় আধা কিলোমিটার দূরত্বে লাশ দুটি দেখতে পান এলাকাবাসী। তার

পারিবারিক সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকা মাজেদা আটঘরিয়ার রুবিনা ভোরের সময় গরুর ঘাস কাটার জন্য ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীর পার হয়ে ওপারে যাচ্ছিলেন। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সময় ডুবে যান মাজেদা রুবিনা। নদীর এক পাড়ে মাজেদার লাশ কয়েকজন মানুষ দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে আধা কিলোমিটার দূর থেকে রুবিনার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব পানিতে ডুবে দুজন মারা যাওয়ার কথা স্বীকার করে জানান, আমরা খবর পেয়েই লাশ দুটি উদ্ধারে টিম পাঠিয়েছি। এই ঘটনায় থানায় কেউ কোনো প্রকার অভিযোগ করেনি।

সবুজ/এম. জামান

আর্কাইভ