• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে টিকা গ্রহণের পর হৃদরোগে নারীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৭:৩১ পিএম

রাজশাহীতে টিকা গ্রহণের পর হৃদরোগে নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলায় করোনাভাইরাসের টিকা নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে জিন্নাতুন নেসা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দারুশা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান। এর আগে সোমবার দুপুর ২টার দিকে জিন্নাতুন নেসা চীনের সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

পবা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বাসরী জানান, জিন্নাতুনের মৃত্যুর পর মঙ্গলবার সকালে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে কমিটি প্রতিবেদনও দিয়েছে। এতে বলা হয়, ওই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মারা গেছেন। আগে থেকে তার শ্বাসকষ্টও ছিল।

তিনি আরও জানান, এটা টিকা নেওয়ার কারণে মৃত্যু নয়। টিকা নেওয়ার কারণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সর্বোচ্চ থেকে ঘণ্টার মধ্যে হয়। জিন্নাতুন নেসা দুপুরে টিকা নিয়েছেন। গভীর রাতে মারা গেছেন। সময়ের ব্যবধান অনেক।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, ওই নারী ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছেন, টিকার কারণে নয়। টিকার কারণে হলে - মিনিটের মধ্যেই মারা যেতে পারে। আমাদের তদন্তে দেখা গেছে, তিনি অন্যান্য জটিলতায় ভুগছিলেন। এর আগেও জেলার দুর্গাপুরে আরেক নারী টিকা গ্রহণের পর মারা যায় বলেও জানান তিনি।

সবুজ/ডাকুয়া

আর্কাইভ