
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৭:২৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সার ব্যবসায়ীকে
৫০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর নাম আমিনুল ইসলাম।
উপজেলার দাইপুখুরিয়ার গোলাপ বাজারে অতিরিক্ত দামে ডিএপি সার
বিক্রয়ের অপরাধে তাকে জরিমানা করেন
ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার
(১৪ সেপ্টেম্বর) সকালে নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা সাকিব আল-রাব্বির নেতৃত্বে
এই আদালত পরিচালিত হয়। উপজেলা কৃষি
কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, সরকার ঘোষিত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে
ডিএপি সার বিক্রয় করা
হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে
অভিযান চালানো হয়। দাইপুখুরিয়া ইউনিয়নের
গোলাপ বাজারে মেসার্স আমিন এন্ড ব্রাদার্সে
অভিযান চালানো হয়। এ সময়
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা
জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম
কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান,
ভবিষ্যতেও এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে।
সবুজ/ডাকুয়া