• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে লাঠি খেলার মধ্যে দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৭:১০ পিএম

নাটোরে লাঠি খেলার মধ্যে দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু

নাটোর প্রতিনিধি

গ্রামবাংলার ঐতিহ্য লাঠি খেলার মধ্যে দিয়ে নাটোরের লালপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আশায় প্রচারণা শুরু করেছে আমিনুল ইসলাম জয়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন গ্রামের সব বয়সের নারী ও পুরুষেরা সমাবেত হয় ওই স্কুলমাঠে। এছাড়া শিশু ও কিশোরদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

লাঠি খেলার খেলোয়াড়দের মুখে হুঁ হুঁ শব্দ ও ঢোলসহ বাঁশির বাজনায় এবং খেলোয়াড়দের নাচের তালে তালে লাঠির খট খট শব্দের আওয়াজে মুখরিত হয়ে উঠে পুরো স্কুলমাঠ।

খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম জয়। তিনি লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বলেন, গ্রাম বাংলার অতিত ঐতিহ্য লাঠি খেলা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। এই খেলাকে ধরে রাখতে ও মানুষরে মনে আনন্দ দিতে লাঠি খেলার আয়োজন করা হয়েছে।

সবুজ/ডাকুয়া

আর্কাইভ