• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক লাখ অসচ্ছলকে আইনি সহায়তা দেওয়া হয়েছে : আইনমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৬:৪৫ পিএম

এক লাখ অসচ্ছলকে আইনি সহায়তা দেওয়া হয়েছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘২০২০-২১ অর্থবছরে এক লাখ ৭৯১ অসচ্ছল সহায়সম্বলহীন মানুষকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ফেনী- আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।

মন্ত্রী আনিসুল হক বলেন, ‘২০২০-২১ অর্থবছরে মোট বরাদ্দ ছিল পাঁচ কোটি টাকা। এর মধ্যে দুই কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৩১২ টাকা। অর্থাৎ মোট বরাদ্দের ৫০ দশমিক ৭৩ শতাংশ খরচ হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, “আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিতকল্পে সরকার ২০০০ সালেআইনগত সহায়তা প্রদান আইন, ২০০০প্রণয়ন করে। আইনের আওতায় সরকারজাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাপ্রতিষ্ঠা করে এবং দরিদ্র, অসহায় মানুষের আইনের আশ্রয় লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে।

দেশের সর্বোচ্চ আদালতে আইনি সেবা প্রাপ্তি নিশ্চিতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

শামীম/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ