• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিইউ থেকে দ্রুত কেবিনে নেয়া হবে পেলেকে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:২৮ পিএম

আইসিইউ থেকে দ্রুত কেবিনে নেয়া হবে পেলেকে

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের কিংবদন্তি পেলেকে দু-এক দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে। পেলের মেয়ে কেলি নাসসিমেন্তো সোমবার (১৩ সেপ্টেম্বর) তথ্য জানিয়েছেন। সেপ্টেম্বর মাসের শুরুতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে কোলনে টিউমার অপসারণে অস্ত্রোপচার করান পেলে। তারপর থেকে আইসিইউতে আছেন ব্রাজিল কিংবদন্তি। শারীরিক অবস্থার উন্নতি বেশ লক্ষণীয়।

তিনবারের বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে দিন আগে ইনস্টাগ্রামে লিখেছিলেন- ‘আমার বন্ধুরা, যতই দিন যাচ্ছে আমি আরও ভালো বোধ করছি। আমি আবার খেলতে উন্মুখ হয়ে আছি। কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েক দিন লাগবে।

নাসসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সবশেষ অবস্থা জানিয়ে লিখেছেন- ‘অস্ত্রোপচারের পর তিনি ভালো হয়ে উঠছেন, কোনো ব্যথা নেই এবং মনও বেশ ফুরফুরে।

তিনি আরও লিখেছেন- ‘দু-একদিনের মধ্যে তাকে রেগুলার রুমে নেওয়া হবে এবং তারপর বাড়ি ফিরবেন। তিনি শক্ত আছেন এবং আইনস্টাইনে চমৎকার মেডিকেল টিমের সমর্থন যত্ন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের পাঠানো ভালোবাসায় তিনি সেরে উঠছেন।

গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) সাও পাওলো হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ফুটবল লিজেন্ড সন্তোষজনকভাবে সেরে উঠছেন। তার জ্ঞান আছে, কথা বলছেন এবং সব কিছু স্বাভাবিক লাগছে। সান্তোসের সাবেক তারকা সম্প্রতি কয়েকবার স্বাস্থ্য সমস্যায় পড়েছেন। হিপ রিপ্লেসমেন্টের কারণে ২০১২ সাল থেকে ওয়াকার হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করছেন তিনি।

শামীম/এম. জামান

আর্কাইভ