• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যেসব বলিউড তারকার রয়েছে নামীদামি রেস্তোরাঁ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০২:৪৫ পিএম

যেসব বলিউড তারকার রয়েছে নামীদামি রেস্তোরাঁ

বিনোদন ডেস্ক

শুধু অভিনয়ই নয়, ব্যবসায়ও সরব অনেক বলিউড অভিনেতা। বেশ জন তারকা অভিনয়শিল্পীর রয়েছে নামীদামি রেস্তোরাঁও। সেবা দারুণ পরিবেশের জন্য খ্যাতিও কুড়িয়েছে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত এসব রেস্তোরাঁ। তেমনি কয়েকজন বলিউড তারকার রেস্তোরাঁ নিয়ে প্রতিবেদনটি। যেখানে রাখা হয়েছে অভিনেত্রী শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া, চাঙ্কি পাণ্ডে, ববি দেওল, অর্জুন রামপাল সুনীল শেঠির রেস্তোরাঁ ব্যবসার আদ্যপান্ত।

ক্লাব রয়্যালিটিরেস্তোরাঁ : রেস্তোরাঁটির মালিক অভিনেত্রী শিল্পা শেঠি। ভোজনরসিক শিল্পা স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ব্যবসায়ী উদ্যোগ গ্রহণ করেন। পরে মুম্বাইয়ে প্রতিষ্ঠা করেনক্লাব রয়্যালিটিনামে রেস্তোরাঁটি। যা সেখানকার নামীদামি রেস্তোরাঁর মধ্যে অন্যতম। ভারত ইউরোপিয়ান রান্নার মিশেল যেমন এই রেস্তোরাঁয় পাওয়া যায়, তেমনি এই রেস্তোরাঁর পরিবেশও মন জয় করেছে ভোজনরসিকদের।

সোনারেস্তোরাঁ : নিউ ইয়র্কে শহরের এই রেস্তোরাঁর মালিক বলিউড হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামীর সঙ্গে মার্কিন মুলুকে সংসার পাতায় সেখানেই রেস্তোরাঁ দেন তিনি। গত মার্চ রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই সময়ে প্রিয়াঙ্কা বলেছিলেনভারতীয় খাবারের প্রতি ভালোবাসা থেকেই এটি চালু করেছি। ভারতীয় খাবারের যে আস্বাদ পেতে পেতে বড় হয়েছি, তারই প্রতিরূপে গড়ে তোলার প্রয়াস এটি।

এলবো রুমরেস্তোরাঁ : মুম্বাইয়ের খার ওয়েস্টে অবস্থিত রেস্তোরাঁটির নাম অনেকেই শুনে থাকবেন। আর এই রেস্তোরাঁর মালিক বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে। মুম্বাইয়ের সন্ত কুটির অ্যাপার্টমেন্টে চাঙ্কি এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেছেন। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মুম্বাইবাসীর পছন্দের তালিকায় রয়েছে এই রেস্তোরাঁ। এই রেস্তোরাঁর বিশেষ বৈশিষ্ট্য ভালো সুন্দর পরিবেশ। শান্ত, ধীরস্থির পরিবেশ চাইলে আপনিও ঘুরে আসতে পারেন রেস্তোরাঁটি।

সাম প্লেস এলসরেস্তোরাঁ : মুম্বাইয়ের আন্ধেরির ওয়েস্টের ফান রিপালিকে অবস্থিতসাম প্লেস এলসনামের রেস্তোরাঁটি বলিউড অভিনেতা ববি দেওলের। যার ব্যাপক ডাক-নাম রয়েছে মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত। এখানকার খাবারের মানও খুব উন্নত।

হোটেল সম্রাটরেস্তোরাঁ : বলিউড হটশট অর্জুন রামপালের একটি রেস্তোরাঁ রয়েছে। এটি মুম্বাইতে নয়, দিল্লির কৌটিল্য মার্গের, চাণক্যুপুরী এলাকায় অর্জুন রামপালের রেস্তোরাঁটি। ২০০৯ সাল থেকে চলছে এটি। রেস্তোরাঁর নামহোটেল সম্রাট দিল্লির অন্যতম বিলাসবহুল রেস্তোরাঁ এটি।

এইচ টুওরেস্তোরাঁ : বলিউড অভিনেতা সুনীল শেঠিরএইচ টুওনামে মুম্বাইয়ে একটি রেস্তোরাঁ রয়েছে। মুম্বাইয়ের খার টেলিফোন অফিসের পাশে অবস্থিত এটি। এখানে নিজের খাবারের প্রতি লোভ ভালোবাসাকে তিলে তিলে জায়গা করে দিয়েছেন এই বলিউড তারকা। এখানকার আইস টি বিখ্যাত। ছাড়াও রেস্তোরাঁর পরিবেশে মুগ্ধতা প্রকাশ করেছেন ক্রেতারা।

টিআর/এম. জামান

আর্কাইভ