• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০২:১১ পিএম

প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি

বিনোদন ডেস্ক

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন আর শিশু নেই। এখন সে পুরোদস্তুর একজন ব্যস্ত অভিনেত্রী। তরুণ প্রজন্মের চিত্রনায়িকা দীঘি সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন। নতুন সিনেমার পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজেও।

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে স্বাভাবিকভাবেই ভক্তদের আগ্রহের কমতি থাকে না। দীঘির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে, দীঘি নাকি ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করেন। এত দিন এসব গুঞ্জনে মুখে কুলুপ এঁটে থাকলেও এবার মুখ খুলেছেন দীঘি।

সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রেম বিয়ে নিয়ে তার ভাবনার কথা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম। দুই বছর ধরে আফ্রিদি আমার ভালো বন্ধু।

এই অভিনেত্রী বলেন, ‘নায়িকাদের প্রেমের গুঞ্জন থাকবে, এটা স্বাভাবিক। যা আমি খুব উপভোগ করি। মাত্র ক্যারিয়ার শুরু করেছি। সত্যি বলতে প্রেম নিয়ে এখনই ভাবছি না। প্রেম হলে আমি নিজেই জানিয়ে দেব।

তিনি আরও বলেন, ‘ফেসবুকে মাঝে মধ্যেই রোমান্টিক কবিতার লাইন পোস্ট করি। কারণেও অনেকে ভাবেন আমি প্রেমে পড়েছি। আসলে এগুলো আমার লেখা না, সংগৃহীত। কোনো কবিতা বা গানের লাইন ভালো লাগলে তা সবার সঙ্গে শেয়ার করি। আর আপাতত প্রেম না, ক্যারিয়ার নিয়েই ভাবছি। তাই বলব, গুজবে কান দেবেন না।


সম্প্রতি একটি হিন্দি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দীঘি। সুদীপ কুমার দীপের লেখাহোটো পে নাম তেরাশিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যানসি প্রেম।

মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে দীঘি বলেন, ‘প্রথমবারের মতো ধরনের মিউজিক ভিডিওতে কাজ করেছি। ক্যারিয়ারে শুরু থেকে মিউজিক ভিডিওর অনেক প্রস্তাব এসেছে। কিন্তু রাজি হইনি। কারণ, আমি সব সময় চেয়েছি মানুষের মনে থাকবে এমন ব্যতিক্রমী কাজ। তাই এতে অভিনয় করতে রাজি হয়েছি।

ছাড়াও সম্প্রতি প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন দীঘি। তার ভাষ্য, ‘এবারই প্রথম ওয়েব সিরিজের কাজ করলাম। নামশেষ চিঠি সুমন ধরের পরিচালনায় এতে আমার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। সিরিজটি নির্মিত হয়েছে রোমান্টিক কমেডির গল্পে।

বঙ্গবন্ধুর বায়োপিক টুঙ্গিপাড়ার মিয়া ভাই পরমুজিব ভাইশিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তৃতীয়বারের মতো শেখ ফজিলাতুন্নেছা রেণুর ভূমিকায় অভিনয় করবেন তিনি। প্রসঙ্গে দীঘি বলেন, ‘এই ছবির পাণ্ডুলিপি ভিন্নভাবে লেখা। নতুন করে জানতে পারছি শেখ ফজিলাতুন্নেছা রেণু সম্পর্কে। যেহেতু আগে এই চরিত্রে অভিনয় করেছি, তাই নতুন করে অভিনয়ে কোনো ঝামেলা হবে না।মুজিব ভাইছবিতে থাকছে জাতির পিতার রাজনৈতিক বিচক্ষণতার পাশাপাশি জেলজীবন। কঠিন এই সময়ে বঙ্গমাতার ভূমিকা কীতা তুলে ধরা হবে সিনেমায়।

সবুজ/এএমকে

আর্কাইভ