• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তান সিরিজ এ মুহ‍ূর্তে সম্ভব নয় : রমিজ রাজা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১২:৫১ পিএম

ভারত-পাকিস্তান সিরিজ এ মুহ‍ূর্তে সম্ভব নয় : রমিজ রাজা

ক্রীড়া ডেস্ক

ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ ফিরিয়ে আনা এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। এই মুহূর্তে তার মূল লক্ষ্য পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের উন্নতি। সোমবার (১৩ সেপ্টেম্বর) তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রমিজ রাজা। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার অতীতে বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব নেওয়ার পর রমিজ বলেন, খুব কঠিন পরীক্ষা। আমাকে নির্বাচিত করার আগে প্রধানমন্ত্রী ইমরান খানকে অনেকগুলো বিষয়ের দিকে নজর রাখতে হয়েছে।

সংবাদ সম্মেলনে তাকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। রমিজ বলেন, এই মুহূর্তে সম্ভব নয়। খেলার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। এই বিষয় নিয়ে আমরা কোনো তাড়াহুড়া করতে রাজি নই। ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিতে চাই এই মুহূর্তে। সামনেই পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজে রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে না।

রমিজ বলেন, ডিআরএস খুব জটিল। আমি এই বিষয়টা নিয়ে দেখব। পাকিস্তান ক্রিকেটে কোচিংয়ের মান নিয়েও কথা বলেছেন সাবেক এই ব্যাটসম্যান। তিনি বলেন, কোচিংয়ের মান সন্তোষজনক নয়।

শামীম/ডাকুয়া

আর্কাইভ