• ঢাকা মঙ্গলবার
    ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইফোনের ক্যামেরা যেভাবে নষ্ট হয়

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১০:৩৬ এএম

আইফোনের ক্যামেরা যেভাবে নষ্ট হয়

সিটি নিউজ ডেস্ক

বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যবহারকারী অনেকের কাছেই গর্বের বস্তু আইফোন। বিশ্বব্যাপী এর জনপ্রিয়তাও তুঙ্গে। বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোনের আপডেটসমূহ নিয়মিত গ্রাহকদের সামনে তুলে ধরেন।

তবে এই মার্কিন প্রতিষ্ঠানটি এবার এমন একটি খবর দিলো, যা শুনে আইফোন ব্যবহারকারীদের চোখ রীতিমতো কপালে ওঠার অবস্থা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইফোন নিয়ে বাইক চালালে নষ্ট হতে পারে ফোনের ক্যামেরা।

অ্যাপেলের ভাষ্যমতে, শক্তিশালী বাইকের ইঞ্জিন থেকে তৈরি ভাইব্রেশন আইফোনের ক্ষতি করতে সক্ষম। বাইক চালানোর সময়ে বাইকের ফোন স্ট্যান্ডের সঙ্গে ফোন সেট করে অনেকেই রাখেন। এর ফলে বাইকের ইঞ্জিন থেকে তৈরি হওয়া ভাইব্রেশন সরাসরি আইফোনের ক্যামেরায় প্রভাব ফেলতে পারে।

টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আইফোনের ক্যামেরার লেন্সে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস) অথবা ক্লোজড-লুপ অটোফোকাস ফিচার থাকে। বাইকের ইঞ্জিনের ঝাঁকুনিতে এটি ক্ষতিগ্রস্ত হয়।

সাধারণত ছবি তোলার সময় ফোন নড়ে গেলে ছবি ঝাপসা বা ব্লার হয়ে যায়। এইসব সমস্যা এড়ানোর জন্য আইফোনে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনফিচারটি যুক্ত করা হয়েছে। তা ছাড়া ক্লোজড-লুপ অটোফোকাস বিষয়টিও এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এর মধ্যে যে ম্যাগনেটিক সেন্সর থাকে তা মাধ্যাকর্ষণ এবং ভাইব্রেশন পরিমাপ করতে সাহায্য করে। এর ফলে লেন্সের সঠিক পজিশন বজায় রেখে গ্র্যাভিটি এবং ভাইব্রেশনের মধ্যেও শার্প ফোকাসে ছবি বা ভিডিও তোলা সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী বলছেন, আইফোন নিয়ে বাইক চালানোর ফলে ফোন নষ্ট হয়ে গেছে। বিষয়টি সরাসরি স্বীকারও করেছে অ্যাপেল। তারা বলছে, আইফোনের বেশ কয়েকটি মডেল রয়েছে, যেগুলো বাইকের ইঞ্জিনের ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বাইকের সঙ্গে আইফোন সেট করে না চালানোই ভালো।

নূর/এএমকে

আর্কাইভ