• ঢাকা মঙ্গলবার
    ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভেন্যু একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে : সালাম মুর্শেদী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৭:৪৯ পিএম

ভেন্যু একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে : সালাম মুর্শেদী

ক্রীড়া ডেস্ক

নানা কারণে বিলম্বিত হয় দেশের ফুটবল অঙ্গনের ঘরোয়া বর্ষপঞ্জি। এর মাঝে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ। এমন অবস্থায় আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ এই ভেন্যুতে হওয়ার সম্ভাবনা নেই। এদিকে কমলাপুরের টার্ফে খেলতে চায় না ক্লাবগুলো। ঢাকার বাইরে গেলে খরচ বেড়ে যায়।

সবকিছু মিলিয়ে আগামী মৌসুমকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

সালাম মুর্শেদী বলেন, ‘ভেন্যু একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। ঢাকার মধ্যে আর্মি স্টেডিয়াম ঢাকার আশেপাশের ভেন্যুগুলোতে খেলা পরিচালনা করতে হবে। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে একটি সমাধান বের করতে হবে।

এএফসি গাইড লাইন অনুযায়ী প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মৌসুমে অনূর্ধ্ব পর্যায়ের একটি  প্রতিযোগিতা আয়োজন করতে হবে ফেডারেশনকে। এই বিষয়ে ফেডারেশন যেমন উদাসীন অন্য দিকে ক্লাবগুলোরও অনীহা। এর সঙ্গে যোগ হয়েছে এবার করোনা।

আগামী মৌসুমে বড় চ্যালেঞ্জ হিসেবে এটিও রাখলেন সালাম, ‘অনূর্ধ্ব পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনও আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জ নিলাম। আশা করি অনূর্ধ্ব পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করতে পারব।

ঘরোয়া ফুটবলে অন্যতম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। বিষয়ে সালাম মুর্শেদী বলেন, ‘আমরা এই বছর করোনার জন্য অনেক দিন লকডাউনে কাটিয়েছি। মৌসুমের সময় বেড়ে গেছে অনেক। এটি পুষিয়ে নিতে আমরা আগামী মৌসুম দ্রুত শুরু করতে চাই। বিশেষ করে ডিসেম্বরেই স্বাধীনতা কাপ আয়োজন করতে চাই। স্বাধীনতা কাপের মাধ্যমে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব করতে চাই ফুটবলাঙ্গনে।

টিআর/ডাকুয়া

আর্কাইভ