• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়া এমাকে রানি এলিজাবেথের শুভেচ্ছা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০১:০৯ পিএম

ইতিহাস গড়া এমাকে রানি এলিজাবেথের শুভেচ্ছা

ক্রীড়া ডেস্ক

এমা রাডুকানু। বয়স ১৮ বছর। ব্রিটিশ নারী হিসেবে এই বয়সেই গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড। শনিবার (১২ সেপ্টেম্বর) ইউএস ওপেন টেনিস ফাইনালে ১৯ বছর বয়সী ফার্নান্দেজকে হারিয়েছে টেনিসের নতুন এই ধ্রুবতারা। এর মধ্য দিয়ে ৪৪ বছর পর প্রথম কোনো ব্রিটিশ নারী হিসেবে গ্রান্ডস্ল্যাম শিরোপা জয় করে ইতিহাস গড়েন রাডুকানু। এরপর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। খোদ ব্রিটেনের রানি এলিজাবেথও জানিয়েছেন অভিনন্দন।

অভিনন্দন বার্তায় রানি জানান,‘তোমার সাফল্যে আমি তোমাকে অভিনন্দন জানাই। এমন অল্প বয়সে এটা স্মরণীয় এক অর্জন। এটা তোমার কঠোর পরিশ্রম আর ইচ্ছা শক্তিরই প্রতিফলন।

রানি আরও বলেন, ‘তোমার অবিশ্বাস্য পারফরম্যান্স নিয়ে আমার কোনো সংশয় নেই। আশা করি তুমি এবং তোমার প্রতিদ্বন্দ্বী লেইলাহ ফার্নান্দেজ টেনিসের পরবর্তী প্রজন্মেকে অনুপ্রাণিত করতে পারবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেন,‘কী উত্তেজনাপূর্ণ ম্যাচ! এমা রাডুকানুকে অনেক অনেক অভিনন্দন। তুমি অনন্যসাধারণ স্কিল, ধৈর্য এবং সাহস দেখিয়েছ। আমরা তোমার জন্য গর্বিত।

নূর/ডাকুয়া

আর্কাইভ