• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ১১:৪৬ এএম

মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মেডিকেল ডেন্টাল কলেজসহ সব ধরনের চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ। অর্থাৎ সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে মেডিকেল কলেজগুলোতে। তবে একসঙ্গে সব বর্ষের ক্লাস শুরু হবে না। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া।

এদিকে রোববার ঢামেক ছাত্রাবাস ডা. ফজলে রাব্বী হলের তত্ত্বাবধায়ক ডা. হাসানুর রহমান বলেন, ‘করোনাভাইরাসের মধ্যেও আমরা হলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। তবে ১৫ দিন ধরে হল সংরক্ষিত রেখেছি। শিক্ষার্থী নয়এমন কাউকে হলে থাকতে দেওয়া হবে না। করোনার পাশাপাশি দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে, তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার গতি বাড়ানো হয়েছে। সব কাজ শেষে শিক্ষার্থীদের আবাসিক হলে তোলা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের অধিকাংশ শিক্ষার্থী দুই ডোজ টিকা পেয়েছে। তবে আমাদের একটা সমস্যা হলোএকদল শিক্ষার্থীর ফাইনাল ভাইভা চলছে। সেজন্য আমরা জোরালোভাবে মুভমেন্ট করতে পারছি না। এটা হয়তো বা ১০-১৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তখন আর কোনো সমস্যা থাকবে না।

এর আগে গত সেপ্টেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে ১ম, ২য় এবং ৫ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে ১৩ সেপ্টেম্বর। ক্লাস শুরুর পরে শিক্ষার্থীদের রোগীর কাছাকাছি যেতেই হবে। সেক্ষেত্রে প্রথম দিকে নন-কোভিড রোগীদের কাছে পাঠানো হবে। পরবর্তীতে তারা কোভিড রোগীর কাছেও যাবে। তাদের অগ্রাধিকার ভিত্তিতে মডার্না এবং ফাইজারের টিকা দেয়া হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সব মেডিকেল কলেজও বন্ধ করা হয়।

টিআর/এএমকে

আর্কাইভ