• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার চোখের ইশারায় ছবি তুলবে চশমা

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০২:২৭ পিএম

এবার চোখের ইশারায় ছবি তুলবে চশমা

সিটি নিউজ ডেস্ক

বাজারে একটি স্মার্টচশমা এনেছে ফেসবুক। এটি শুধু চশমাই নয়, চোখের ইশারায় স্মার্টফোনের সব কাজ করবে এই চশমা। গান শোনা, ছবি তোলাসহ বিভিন্ন সুবিধা থাকছে এই চশমায়। আর এই প্রযুক্তিপণ্যটির দাম শুরু ২৯৯ ডলার থেকে।

এই স্মার্টচশমা দিয়ে খুব দ্রুত প্রযুক্তি দুনিয়া দখলে নেওয়ার প্রত্যাশা করছে ফেসবুক কর্তৃপক্ষ। চোখের ইশারায় ছবি তোলা, গান শোনা, ফোনকল গ্রহণ কিংবা চোখে চোখেই হয়ে যাবে স্মার্টফোনের সব কাজ।

এমনই সব সুযোগ-সুবিধা নিয়ে স্মার্টগ্লাসের উন্মোচন করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ স্মার্টচশমার বিশেষত্বগুলো তুলে ধরেন। জীবনযাপন আরও সহজ করতেই নতুন এই প্রযুক্তির পথে হাঁটার কথা জানান তিনি। ইতালির চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রে-বেনের সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই স্মার্টগ্লাস বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক জানিয়েছে, তাদের বর্তমান লক্ষ্য ভার্চুয়াল বর্ধিত বাস্তবিক যে প্রযুক্তি গড়ে উঠেছে সেখানে শক্ত অবস্থান গড়া। সে লক্ষ্যে এই খাতেই সবচেয়ে বেশি বিনিয়োগ ফেসবুকের।

সবুজ/ডাকুয়া

আর্কাইভ