• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিটামিন-এ সাপ্লিমেন্ট কতটা কার্যকরী!

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১০:১৬ এএম

ভিটামিন-এ সাপ্লিমেন্ট কতটা কার্যকরী!

সিটি নিউজ ডেস্ক

শরীরে ভিটামিনের অভাব দেখা দিলে অনেকেই ঝোঁকেন সাপ্লিমেন্ট ট্যাবলেটের দিকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসব সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। বিষয়ে জানিয়েছেন, আইসিডিডিআরবির চিকিৎসক আয়শা আলম প্রান্তি।

ভিটামিন- হলো ফ্যাট সলুবল কম্পাউন্ড। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পূর্ণবয়স্ক নারীর শরীরে ভিটামিন- দিনে কমপক্ষে ৭০০ মাইক্রোগ্রাম থাকা উচিত। পূর্ণবয়স্ক পুরুষদের শরীরে থাকা উচিৎ ৯০০ মাইক্রোগ্রাম।

মানুষের দেহের জন্য দুই ধরনের ভিটামিন- দরকার। একটি রেটিনয়েডস, অপরটি ক্যারোটিনয়েডস। দুধ, মাংস এবং আমিষ জাতীয় খাদ্যে রেটিনয়েডস থাকে। শাক-সবজি, ফলমূলে থাকে ক্যারোটিনয়েডস। এটি এমন এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

শরীর ভিটামিন- ব্যবহার করে রোডোপসিন প্রোটিন তৈরি করে, যা চোখের রেটিনায় আলো শোষণ করতে সাহায্য করে। তাই পর্যাপ্ত ভিটামিন- না থাকলে আপনার রঙ দেখার ক্ষমতা কমে যাবে। পাশাপাশি কম আলোতে দেখার ক্ষমতাও কমবে, যা রাতকানা নামে পরিচিত।

বেশিরভাগ মানুষ দুধ, সবুজ শাকসবজি, গাজর মাংসে যথেষ্ট পরিমাণে ভিটামিন- পান। কিন্তু চোখের রোগ, অগ্ন্যাশয়ের রোগ এবং হামের জন্য ভিটামিন- এর সাপ্লিমেন্ট ট্যাবলেট অনেক সময় সহায়ক হয়। যেহেতু মাত্রাতিরিক্ত ভিটামিন- ক্ষতিকর, তাই সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তারিক/এএমকে

আর্কাইভ