• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারা দেশে টিকা নিলেন ৪৭ লাখ ৬০ হাজার

প্রকাশিত: মে ৮, ২০২১, ০৮:৩৯ এএম

সারা দেশে টিকা নিলেন ৪৭ লাখ ৬০ হাজার

সিটি নিউজ ডেস্ক

মহামারি করোনাভাইরাস প্রতিরোধী টিকার জন্য সারা দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬১ লাখ ১৫ হাজার ৫৫২ জন। এদের মধ্যে টিকা গ্রহণ করেছেন ৪৭ লাখ ৬০ হাজার ৭৪৭ জন।

শনিবার (২০ মার্চ) রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৪৭৭ জন এবং নারী ৩২ হাজার ৯২৩ জন। 

বিজ্ঞতিতে আরও জানানো হয়, টিকা নেয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ হাজার ৪৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ১৯৫ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ১৮২ জন, রংপুর বিভাগে ৮ হাজার ৫৬৬ জন, খুলনা বিভাগে ৭ হাজার ৯০৬ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩৪১ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ২৯৪ জন রয়েছেন।

সবুজ/মাহফুজ
আর্কাইভ