• ঢাকা সোমবার
    ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

বইয়ের মেলায় মোহিত কামাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১১:৩০ পিএম

বইয়ের মেলায় মোহিত কামাল

সিটি নিউজ ডেস্ক

মোহিত কামাল পেশায় একজন মনোচিকিৎসক। তবে বইয়ের সঙ্গে তার দারুণ সখ্যতা। লেখালেখির হাতটাও বেশ। নিয়মিত গল্প, উপন্যাস লেখেন। পাশাপাশি মনস্তত্ব বিষয়ে গবেষণাধর্মী রচনা ও শিশুসাহিত্য নিয়ে চলে তার শব্দের কথামালা।

কথাসাহিত্যে সুপরিচিত এক নাম মোহিত কামাল । গল্প, আখ্যান, শিশুসাহিত্য মিলে ৬০-এর অধিক গ্রন্থ রচয়িতা। এবারের বইমেলায় তার বেশ কিছু বই মেলার শোভা বাড়িয়েছে। শুধু তাই নয়, পাঠকদের মনে আলোড়ন তৈরি করেছে। এবার প্রকাশিত তার উল্লেখযোগ্য বই ‘পরানচুল্লি’। বিদ্যাপ্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে। পাশাপাশি ‘না’, ‘চেনা বন্ধু অচেনা পথ’, ‘অহনা’, ‘মন’, ‘সুখপাখি আগুনডানা’, ‘অক্ষরস্রোতে বঙ্গবন্ধু’ বইমেলায় আলো ছড়াচ্ছে।

কথাশিল্পী মোহিত কামালের ভিন্ন রকম উপন্যাস ‍‍`মন‍‍`। সাহিত্যের শব্দ গাঁথুনিতে তিনি ব্যবহার করেছেন মনস্তাত্ত্বিক উপাদান। মনোবিজ্ঞানের কলকব্জায় চড়ে উপন্যাসের জীবনধারা বিস্তৃত হয়েছে, মনের সাহিত্য রচিত হয়েছে। ভালোবাসায় পূর্ণ জীবনে ফাটল তৈরি হয়। বদলে যায় মনের গতি প্রকৃতি। বিপর্যয় নেমে আসে, সুখী পরিবারের ভিত ভেঙে যেতে থাকে। ভুল বোঝাবুঝি, সন্দেহ, অবিশ্বাস ও ক্রোধের আগুনে মন পুড়তে থাকে। পুড়তে থাকে দেহ। ধসে যায় সামাজিক সমৃদ্ধি।

সাম্প্রতিক সামাজিক সমস্যা চিত্রণের আলোকে মোহিত কামাল তুলে ধরেছেন জীবন যন্ত্রণার গোপন হাহাকার। ভালোবাসার গোপন শক্তিকে তিনি ওষুধ হিসেবে ব্যবহার করেছেন। সমাজ সংস্কারের জন্য নৈতিকতা ব্যবহার করেছেন বিশ্লেষণের ভেতর দিয়ে। উপন্যাসের শব্দ বিন্যাসের ধাপে ধাপে মনোথেরাপির বিষয় আশায় ব্যবহার করে চরিত্রগুলোর ভেতরগত শুদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন। পাঠকের সামনে উম্মোচিত হবে সামাজিক দগদগে ঘা নিরাময়ের কৌশল। সাম্প্রতিক জীবন ধারায় মোবাইল ফোনের ভূমিকা অনস্বীকার্য। সমাজের নারী পুরুষের মধ্যে গেড়ে বসতে চলেছে মারাত্মক ধরণের ক্ষত। মোবাইল শব্দ তরঙ্গ হানা দেয় নারী পুরুষের শয়ন কক্ষে। আলোড়িত হয় মন। আলোড়িত হয় দেহ, যৌনতার গোপন কক্ষে ঢল নামে। গড়ে উঠে পরকীয়া, সর্বনাশ হয়ে যায় পারিবারিক আবহ। অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সন্তানের ভবিষ্যত। মা-বাবার অনৈতিক স্খলনের কারণে সন্তানের ব্যক্তিত্বের কাঠামোয় গেঁড়ে বসে নেতিবাচক বৈশিষ্ট্য। অনিয়ন্ত্রিত হয় আচরণ ও মেজাজ। বেড়ে যায় তাদের মাদকাসক্তির ঝুঁকি।‍‍`

১৯৬০ সালের ২ জানুয়ারি চট্টগ্রামে জম্ম মোহিত কামালের। চট্টগ্রামের পাশাপাশি খুলনার খালিশপুরে তার শৈশব ও কৈশোর কেটেছে। ১৯৮৬ সালে তার প্রথম গল্প ‘চারপাশ যখন ভাঙতে থাকে’ প্রকাশিত হয়। আর প্রথম গল্পগ্রন্থ ‘কাছের তুমি দূরের তুমি’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে।

মোহিত কামাল তার আখ্যানে বাস্তব ও অবাস্তবের মিশ্রণে অসামান্য এক জগৎ তৈরি করেন। জগৎ ও জীবনের জটিলতার সঙ্গে তিনি অপরিচিত নন। এ জটিলতার উন্মোচনে তিনি তার স্বতন্ত্র ভাষারীতিও নির্মাণ করেন। মনস্তাত্ত্বিক আবহকে স্থাপন করেন বহির্জাগতিক বিষয়ে। এর মাধ্যমে আখ্যানের স্বর তৈরি করেন।

২০১৮ সালে সাহিত্যে অবদানের জন্য অর্জন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এছাড়াও অভিনন্দিত হয়েছেন সমরেশ বসু সাহিত্য পুরস্কার (২০২০), অগ্রণী ব্যাংক-শিশুসাহিত্য পুরস্কার (২০২০), সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০১৪), এ ওয়ান টেলিমিডিয়া অ্যাওয়ার্ড (২০০৮), বেগম রোকেয়া সম্মাননা পদক (২০০৮), স্বাধীনতা সংসদ নববর্ষ পুরস্কার (১৪১৬), এম. নুরুল কাদের সাহিত্য ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার (২০১২)। লুইপা‍‍`র কালসাপ, চোরাগলি, সুস্মিতার বাড়ি ফেরা, বিষাদনদী, পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বরসহ উপন্যাস ১৯টি। ঈর্ষার ঘোরমগ্ন সময়, চাবি, উড়ালমনসহ ১০টি গল্পগ্রন্থ। দুরন্ত দুখুসহ ৭টি কিশোর উপন্যাস। মানবমনের গতিপ্রকৃতি, মানবমনের উৎকণ্ঠা, মনোসমস্যা বিশ্নেষণসহ লিখেছেন কয়েকটি প্রবন্ধগ্রন্থ। এছাড়াও রয়েছে আরও কয়েকটি গ্রন্থ। সম্পাদনা করছেন শিল্প সাহিত্যের কাগজ শব্দঘর। তার প্রতিদিনের কর্ম ও ব্যস্ততা হলো মনোরোগ নিয়ে। ফলে তার কথাসাহিত্যে অনায়াসে সঙ্গী, অনুষঙ্গী হয় মনস্তাত্ত্বিক পরিচর্যা। বিচিত্র মানুষের বৈচিত্র্য মানসিক পরিচয় নানা ইঙ্গিতে তিনি উপস্থাপন করেন আখ্যানে। এতে তার চমৎকারিত্ব সহজেই পাঠকের দৃষ্টি ও মনকে আবিষ্ট করে।


কিশোর উপন্যাস:

১. কৈশোরক 
সেরা কিশোর উপন্যাস
লেখকেন নাম : মোহিত কামাল
বইয়ের ধরন : কিশোর উপন্যাস
প্রকাশক : স্বদেশ শৈলী
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২১
মূল্য : ৩৫০


২. বইয়ের নাম : দুরন্ত দুখু অখণ্ড
লেখকেন নাম : মোহিত কামাল
বইয়ের ধরন : কিশোর উপন্যাস
প্রচ্ছদ : মামুন হোসাইন
প্রকাশক : অনিন্দ্য প্রকাশ
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৮
মূল্য : ৩০০


৩. বইয়ের নাম : দুখু দ্বিতীয় খণ্ড
লেখকেন নাম : মোহিত কামাল
বইয়ের ধরন : কিশোর উপন্যাস
প্রচ্ছদ : আলপ্তগীন তুষার
প্রকাশক : অনিন্দ্য প্রকাশ
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৭
মূল্য : ২০০

 


৪. বইয়ের নাম : দুখু
লেখকেন নাম : মোহিত কামাল
বইয়ের ধরন : কিশোর উপন্যাস
প্রচ্ছদ : আলপ্তগীন তুষার
প্রকাশক : অনিন্দ্য প্রকাশ
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৬
মূল্য : ২০০


৫. বইয়ের নাম : জাদুর বাকসে সোনার মোহর
লেখকেন নাম : মোহিত কামাল
বইয়ের ধরন : কিশোর উপন্যাস
প্রচ্ছদ : মামুন হোসেন
প্রকাশক : অনিন্দ্য প্রকাশ
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৫
মূল্য : ২৫০


৬. বইয়ের নাম : স্বর্ণজয়ী নীলচোখ
লেখকেন নাম : মোহিত কামাল
বইয়ের ধরন : কিশোর উপন্যাস
প্রচ্ছদ : রকিবুল হক রকি
প্রকাশক : অনিন্দ্য প্রকাশ
প্রকাশকাল : তাম্রলিপি, ২০১৪; অনিন্দ্য প্রকাশ ২০১৫


৭. বইয়ের নাম : উড়াল বালক
লেখকেন নাম : মোহিত কামাল
বইয়ের ধরন : কিশোর উপন্যাস
প্রচ্ছদ : আলপ্তগীন তুষার
প্রকাশক : অনিন্দ্য প্রকাশ
প্রকাশকাল : রোদেলা প্রকাশনী, ২০১২; অনিন্দ্য প্রকাশ ২০১৬


৮. বইয়ের নাম : বাবার শত্রু কম্পিউটার গেমস ছেলের শত্রু সিগারেট
লেখকেন নাম : মোহিত কামাল
বইয়ের ধরন : কিশোর উপন্যাস
প্রকাশক : অনিন্দ্য প্রকাশ
প্রকাশকাল : বিদ্যাপ্রকাশ, ২০১১; অনিন্দ্য প্রকাশ ২০১৬

আর্কাইভ