• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পরশ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ১০:০৬ পিএম

পরশ

অশেষ বন্দ্যোপাধ্যায়

তুমি ছুঁয়ে দিতেই
আমি বদলে গেলাম
হারিয়ে গেলাম নিজের কাছেই
অন্তরে
অন্দরে
তোলপাড় হয়ে গেল জীবন নামক অস্তিত্ব।

তুমি এসে দাঁড়ালে
কাছে খুব কাছে এলে
আমি বিস্ময়ে অভিভূত
বুকের ভেতর ছাই চাপা আগুন
উস্কে দিলে প্রেম ।
বিরহের দিনযাপনের পালা
পথ ভুলে চলে গেলো মোহনার দিকে।

তুমি বললে ভালোবাসি
শুধু তোমায় ।
আমার কণ্ঠমালা হয়ে জড়িয়ে ধরলে
আমায় প্রেম কাব্য পূর্ণতা পেল।

আজ ভালোবাসায় মাখামাখি জীবন যৌবন 
সুখের স্রোত নামে ধমনীতে।

স্বপ্নের দরজায় টোকা দিয়ে যায় অসুখের মুখ

আর্কাইভ