• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অতীতের জলছাপ

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৯:৫৫ পিএম

অতীতের জলছাপ

প্রকাশ চন্দ্র রায়

জীবন জ্বলে জীবন্ত আগ্নেয়গিরির মত,
ফল্গুধারা লাভায় পোড়ে লালিত বাসনার ক্ষেত;
অকাল বৈধব্যের জ্বালার মত অদৃশ্য জ্বালায় 
ধিকি ধিকি জ্বলে সন্ন্যাসী মন।

 

যে জলে স্নাত হয়ে জুড়াত জীবন,
যে আঁচল তলে খুঁজে পেত মন নানা রং ছায়া, 
নিকট অতীতে যে ছিল অমূল্য আপন;
বর্তমান আকাশে সে অমাবস্যার চাঁদ!

কন্টকিত পথে কে বাড়ায় পা,
কে গড়ে নিবাস আগুনের জমিনে?
জীবনের সংজ্ঞা বদলে গেলে অকস্মাৎ
কে বাঁচতে পারে বিরুদ্ধ বাতাসে?
কেউ ই পারে না মুছতে অতীতের জলছাপ।

আর্কাইভ