• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রোজনামচা

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০৯:৫৩ পিএম

রোজনামচা

কেকা দাস

নিস্তরঙ্গ জীবনে ছোট্ট ছোট্ট ঢিলের ঢেউ,
টুকরো টুকরো মান-অভিমান...
বারান্দার চেয়ারে বসা কিছুটা সময়,
ছাদের ছোট্ট বসার কোণে বসে উন্মুক্ত আকাশ দেখা..।
নীল ঝকঝকে আকাশে মেঘের আনাগোনা...
গুনগুন স্বরে গেয়ে ওঠা...বাতাসে বহিছে প্রেম....
বাতাসে মন কেমন করা বসন্ত...
বসন্ত যে এখনো শেষ হয় নাই।
পূর্ণিমার চাঁদের আলোর গন্ধ মেখে..
বাস্তবে ফিরে দেখি ল্যাপটপে আত্মজার দুহাতের ঝড়..
মশারির মধ্যে নিদ্রিত এ বাড়ির পুরুষ।
আমি একাকী বারান্দার বসে করি প্রতীক্ষা...
কার!  মৃত্যুর?
না ,না আরেকটি সুন্দর সকালের....।

আর্কাইভ