• ঢাকা সোমবার
    ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

এই শূণ্যতা, এই অস্তিত্ব

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩, ০৮:৪৬ পিএম

এই শূণ্যতা, এই অস্তিত্ব

শিবাজী সান্যাল

এক অসীম শূণ্যতায়
বাতিঘর হয়ে, আছি দাঁড়িয়ে  অপেক্ষায়
শেষ জলপোত ফিরে গেছে দীর্ঘ সময়
নিঃশঙ্ক তমসায় অবিরাম 
একই ছন্দে শুধু স্রোতের শব্দ আসে ভেসে
আসেনি এখনো কোনাে 
নতুন জাহাজ নোঙর  করবে বলে।

অপেক্ষারও কী আয়ু থাকে ? জানি না আজও।

কি হবে এই আঁকড়ে ধরে বেঁচে ?
গুল্মের মতো জড়ানো অস্তিত্বে ?
শিরদাঁড়াহীন সদা নির্ভর নিশ্বাস  
পুরনো ট্রামের মতো মর্মান্তিক ঐতিহ্য 
ছবি তুলে ভাইরাল, কিছু বিস্ময়
সাময়িক চেতনা, মাটির কালোতে সুপ্ত
অর্থহীন টিকে থাকার নিরন্তর প্রয়াস ।

এমন অস্তিত্বের আছে কী প্রয়োজন? জানি না আজও।

আর্কাইভ