প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ১০:২০ পিএম
লোভ লালসার বেড়াজালে সবাই আবদ্ধ ,
আলো আঁধারির খেলায় আমরা লিপ্ত ।
ভাবনার অবকাশ কোথায় ? আগামী দিনের
ভয়ঙ্কর কালো হাতছানি ,
যা মূহুর্তের মধ্যে করে দিতে পারে নিঃশেষ ।
প্রকৃতি বিরূপ হয়ে উঠেছে , জানান দিয়েছে
বারংবার ।
সমাজের মেরুদণ্ড ভেঙে চুরমার।
তবুও আমরা নিশ্চুপ , সময় হয় নি ঘুরে দাঁড়াবার ।
স্বার্থ নিয়েই ভাবছি সবাই , শিক্ষাকে দিয়েছি
জলাঞ্জলি ।
আরও চাই , আরও চাই বলে মনুষ্যত্বকে
করেছি খুন ।
ভালো মন্দের বিচার করবে কে ? সমাজে ধরেছে
ঘুণ ।
বসতির হাড়ে তৈরি হয়েছে অট্টালিকা ,
তবুও হয় নি সংকুলান ! প্রাণ পাখি যেদিন উড়ে যাবে খাঁচা ছেড়ে ,
কিছুই যাবে না সাথে ।
হয় চিতায় , না হয় গোরে , রক্ত মাংসে ঢাকা
এই শূন্য খাঁচা শুধু রবে পড়ে ।