• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কখন দেখবো নবীজির দেশ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ১০:৫৮ পিএম

কখন দেখবো নবীজির দেশ

মু আ কুদ্দুস

অধীর আগ্রহে অপেক্ষা করছি
কখন পৌঁছাবো কাবার পবিত্র আঙিনায়
কখন খুঁজবো এইখানে পরেছিলো নবীজির (সা:) পবিত্র পা, দেখবো নবীজির (সা:) দেশ...

কোথায় লিখেছিলেন পবিত্র কোরআন
এক মহাবাণী এসেছিল শূন্যে ভেসে হেরা পার্বতের চূড়ায়...

অধীর অপেক্ষায় আছি 
কখন দেখবো সোনায় মোড়ানো নবীজির (সা:) পবিত্র রাওজা মোবারক
জিবরাঈল (আ:) করেছিলেন নবীজির সাথে প্রথম আলাপ...
কখন ক্রোধ ফেটে পড়বে, এইখানে বৃদ্ধা নবীজির (সা:) পথে বিছিয়ে ছিল কাঁটা
কখন দেখবো পৃথিবীর মধ্যরেখা পবিত্র কাবা।

অধীর হয়ে আছি...
কখন বসে আছি আরাফাত ময়দানে
যেখানে একদিন বসবে শেষ বিচারের হাট।

হে আল্লাহ, তুমি সুযোগ দিও দেখবার ঐতিহাসিক মাটি ছুঁয়ে দেখবার 
তুমি বলে দিও এই পথে হেঁটে গেছেন
সব রসুল ও মা ফাতেমা (রা:) এবং তার একদল অনুসারী...

দেখবার সময় দিও তুমি জমজম কূপের পানি
দেখবার শক্তি দিও কাবা ঘরের মাটি
দেখবার সময়টুকু দিও শান্তির নিশ্বাস নেবার
সময়টুকু দিও যেন আমার দোয়া কবুল আর সব পাপ মুছে নেবার ।

হে আল্লাহ তুমি
পৌঁছে দিও নবীজির (সা:) দেশে
পৌঁছে দিও মক্কা -মদিনার উষ্ণ-শীতল ছায়ায় 
পৌঁছে দিও তুমি আমাকে পবিত্র নবীজির (সা:) রাওজায়
যেখানে জেগে আছেন তিনি আমাদের মমতায়।

অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি প্রতিদিন
কখন পৌঁছাবো আমি আরাফাত ময়দান
কখন দু‍‍’চোখ দেখবে মক্কা-মদিনা --
সারি সারি খেজুর গাছ আর বেহেস্তি বাগান।

 

এএল/

আর্কাইভ