প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০৬:০৭ পিএম
ভয়ংকর এক রাত আজ
কালো বীভৎস এক কালো ভাবনার রাত
লোমহর্ষক দাঁত উঁচিয়ে বিকৃত এক মুখ
তাকিয়ে ছিল সবুজ মাটির দিকে
ঘুমিয়ে যে বোন স্বপ্ন দেখছিল স্বপ্নলোকে
আকাশে আঁকা যত ছিল আলপনা আমাদের
গুঁড়িয়ে দিয়েছিল তুফান কালো মেঘ
তারপর
নিমিষেই ছিন্নভিন্ন হলো ভালোবাসার মুখ
চারদিকে রক্ত
লাশের ওপর পড়ে আছে হাজারো নারীর লজ্জা
এক চিমটি মাটি নেই যেখানে ছিল
বিপ্লবী মানুষের কাঙ্ক্ষিত বাঁচার সম্ভাবনা
পঁচিশে মার্চ রাতে হায়েনাদের ছিল
উল্লাসের নগ্ন থাবা
এদিন জন্ম নেয় নতুন বাংলাদেশের সম্ভাবনা
এ মাটি রক্তে রঞ্জিত
হাজারো নদী আজও কাঁদে মানুষের
রক্ত নিয়ে বুকে
ফেরারি মন এখনও খুঁজে হারিয়েছে যারে
আজ রাত ছিল বাঁচার
আজ ছিল বোনকে হারিয়ে ফেলার
আজ ছিল কষ্টের সমুদ্র পারাপার
আজ ছিল যুদ্ধে যাবার
আজ ছিল মৃত্যু উপত্যকায় শপথ নেওয়ার
আজ হয়েছে সেদিন ফুরিয়ে হাসার
এরপর
বেঁকে গেল পথ সামনে চলার পরিবেশ
ন`মাস যুদ্ধ শেষে পেলাম মুক্ত বাংলাদেশ।
আরআই